বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ - ১৫:৪০
যে জিকির জাগতিক ও আধ্যাত্মিক সমস্যাবলী দূর করে

আয়াতুল্লাহ নাসেরি (রহ.) আয়াতুল্লাহ কাশ্মীরির অভিজ্ঞতা ও নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণের আলোকে “ইয়া সাহিবাজ্জামান আগিসনি, ইয়া সাহিবাজ্জামান আদরিকনি” জিকিরের মাধ্যমে জাগতিক ও আধ্যাত্মিক সমস্যা সমাধানের শক্তিশালী প্রভাবের কথা উল্লেখ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ নাসেরি (রহ.) সাক্ষ্য দিয়েছেন যে, মহিমান্বিত ইমাম জামান (আ.ফা.)-এর নাম কোনো সমস্যাকেই অমীমাংসিত রাখে না, বরং এটি জাগতিক ও আধ্যাত্মিক সব বন্ধন খোলার চাবিকাঠি। 

আয়াতুল্লাহ নাসেরি (রহ.) বলেছেন, “আয়াতুল্লাহ কাশ্মীরি বারবার এই পবিত্র নাম ও জিকির-
«یا صاحبَ الزَّمانِ اَغِثْنِیْ، یا صاحِبَ الزَّمانِ أدْرِکْنی»
“ইয়া সাহিবাজ্জামান আগিসনি, ইয়া সাহিবাজ্জামান আদরিকনি”-এর মাধ্যমে নিজের জাগতিক ও বিশেষ করে আধ্যাত্মিক সমস্যাগুলো সমাধান করেছিলেন। আমি নিজেও বহুবার এই পবিত্র নামের মাধ্যমে সমস্যা সমাধানের প্রভাব প্রত্যক্ষ করেছি।”

সূত্র: নাশরিয়াতে খুলুক, সংখ্যা ১৭ 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha